পল্লী সঞ্চয় ব্যাংক
তালা শাখা (৫৩০৬)
তালা, সাতক্ষীরা।
পল্লী সঞ্চয় ব্যাংকের সিটিজেন চার্টার
১। পল্লী সঞ্চয় ব্যাংকের রুপকল্প (Vision of the Bank)
পল্লী এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের সঞ্চয় ও অর্জিত অর্থ লেনদেন ও রক্ষনাবেক্ষণ এবং ঋণ ও অগ্রিম প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও জীবিকায়ন নিশ্চিত করণের মাধ্যমে লাগসই ও স্থায়ী দারিদ্র বিমোচন এবং টেকসই উন্নয়ন।
২। পল্লী সঞ্চয় ব্যাংকের অভিলক্ষ্য ( Mission of the Bank)
পল্লীর দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে তাদেরকে সঞ্চয়ে উৎসাহিত করা , সদস্যের অর্থনৈতিক কর্মকান্ডকে ঋণ প্রদান করে জীবিকায়ন নিশ্চিতকরণ, আধুনিক তথ্য – প্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা এবং প্রান্তিক পর্যায়ে স্থানীয় প্রাকৃতিক ও মানব সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পল্লী উন্নয়ন করা।
৩। পল্লী সঞ্চয় ব্যাংকের কৌশলগত উদ্দেশ্যসমূহ ( strategic Objectives of the Bank)
১. পল্লীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন;
২. উন্নয়নে নারীর অংশীদারিত্ব ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ;
৩. দরিদ্র জনগোষ্ঠীর স্থায়ী তহবিল গঠন করে দিয়ে আয়বর্ধক কর্মকান্ডে সম্পৃক্তকরণ;
৪. দক্ষ মানবসম্পদ তৈরীর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;
৫. গ্রাম উন্নয়ন সমিতিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করণের মাধ্যমে ব্যবস্থাপনা উন্নয়ন;
৬. গ্রাম সমিতিগুলোকে সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দুতে পরিনতকরণ;
৭. আধুনিক তথ্য – প্রযু্ক্তি সুবিধা গ্রহণ করে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ;
৮. পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা ও সুবিধাভোগিদের কার্যক্রমের সর্বস্থরে তথ্য – প্রযুক্তি সুবিধা নিশ্চিতকরণ।
পাতা নং- ০২
৪. প্রতিশ্রুত সেবাসমূহঃ
৪.১ : নাগরিকসেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবার মূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
দরিদ্র জনগোষ্টী বাছাই |
দেশব্যাপী প্রতিটি ওয়ার্ডের এক বা একাধিক গ্রাম হতে ৬০টি দরিদ্র পরিবার বাছাই এবং প্রতি পরিবার হতে একজন সদস্য নির্বাচন |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
গ্রাম নির্বাচনের পর হতে ১৫ দিনের মধ্যে |
শাখা ব্যবস্থাপক |
২ |
গ্রাম উন্নয়ন সমিতি গঠন |
নির্বাচিত গ্রাম হতে বাছাইকৃত ৬০ জন দরিদ্র সদস্য সমন্বয়ে গ্রাম উন্নয়ন সমিতি গঠন |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
সদস্য বাছাইয়ের পর হতে ১৫ দিনের মধ্যে |
শাখা ব্যবস্থাপক |
৩ |
সঞ্চয় উদ্বুদ্ধকরণ |
সমিতিভুক্ত সদস্যের মাসিক ২০০ টাকা হারে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
সমিতি গঠনের পর হতে চলমান |
শাখা ব্যবস্থাপক |
৪ |
উঠান বৈঠক অনুষ্ঠানে সহায়তা |
সমিতির সদস্যদের সাপ্তাহিক উঠান বৈঠক অনুষ্ঠানে ব্যাংক হতে সহায়তা প্রদান |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
সমিতি গঠনের পর হতে চলমান |
শাখা ব্যবস্থাপক |
৫ |
সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান |
সদস্যদেরকে উপজেলা পর্যায়ে সাংগঠনিক, ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
সমিতি গঠনের পর হতে চলমান |
শাখা ব্যবস্থাপক |
৬ |
উন্নয়ন কর্মী সৃজনের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান |
সমিতির সদস্যদের কৃষি, মৎস্য, পশুপালন, হাঁস-মুরগি ও নার্সারী বিষয়ে বিষেষায়িত প্রশিক্ষণ প্রদান |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
সমিতি গঠনের পর হতে চলমান |
শাখা ব্যবস্থাপক |
৭ |
ঋণ প্রদানে সহায়তা |
সমিতির সদস্যদের আয়বর্ধক কাজে ৮% সেবামূল্যে তহবিল যোগানদেয়া। |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
সমিতি গঠনের পর হতে চলমান |
শাখা ব্যবস্থাপক |
৮ |
খামার স্থাপনে সহায়তা |
সদস্যদেরকে প্রদত্ত তহবিল ব্যবহার করে আয়বর্ধক কাজে পরামর্শ ও সহায়তা প্রদান |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
সমিতি গঠনের পর হতে চলমান |
ব্যাংকের মাঠ সহকারী |
পাতা নং- ০৩
৪.২: প্রতিষ্ঠানিক সেবা
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবার মূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
সদস্যদের পারিবারিক তথ্য সংগ্রহ ও অনলাইন ডাটা এন্ট্রি |
সমিতিভুক্ত সদস্যদের ব্যক্তিগত ও পারিবারিক তথ্য সংগ্রহ ও অনলাইনে ডাটাবেস তৈরী |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
গ্রাম নির্বাচনের পর হতে ১৫ দিনের মধ্যে |
শাখা ব্যবস্থাপক |
২ |
সমিতির সদস্যদের অনলাইন ব্যাংকিং সেবা প্রদান |
পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির সদস্যদের সকল আর্থিক কর্মকান্ড অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে তাদের দোরগোড়ায় পৌঁছানো |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
চলমান প্রক্রিয়া |
ব্যবস্থাপনা পরিচালক |
৩ |
শ্রেষ্ঠ কাজের পুরষ্কার |
পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় গঠিত সমিতির সদস্যদের কাজে উৎসাহ ও সরকারি স্বীকৃতি প্রদানের নিমিত্ত উপকারভোগী , ম্যানেজার ও সভাপতি ক্যাটাগরিতে পুরুষ ও মহিলাদের পুরস্কৃত করা |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
বার্ষিক |
ব্যবস্থাপনা পরিচালক |
৪ |
মেলা আয়োজন |
পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রমকে জনসম্প্রক্ত করা ও কার্যক্রম অধিকতর প্রচারের নিমিত্ত উপজেলা , জেলা ও জাতীয় পর্যায়ে মেলার আয়োজন করা |
পল্লী সঞ্চয় ব্যাংক শাখা কার্যালয় |
বিনামূল্যে |
বার্ষিক |
ব্যবস্থাপনা পরিচালক |
পাতা নং- ০৪
৪.৩: অভ্যন্তরীন সেবাঃ
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তি স্থান |
সেবার মূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
কর্মকর্তা/কর্মচারীদের ছুটি মঞ্জুর |
পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের বিনা বেতনে ছুটি মঞ্জুর করা |
পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় ও শাখা কার্যালয় সমূহ |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির ৭ দিনের মধ্যে |
ব্যবস্থাপনা পরিচালক |
২ |
নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর |
পল্লী সঞ্চয় ব্যাংকের নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা |
পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় ও শাখা কার্যালয় সমূহ |
বিনামূল্যে |
আবেদন প্রাপ্তির ৭ দিনের মধ্যে |
ব্যবস্থাপনা পরিচালক |
৩ |
প্রশিক্ষণ |
পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা/কর্মচারীদের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দক্ষতাবৃদ্ধি ও রিফ্রেসার্স প্রশিক্ষণ প্রদান |
পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় ও শাখা কার্যালয় সমূহ |
বিনামূল্যে |
বৎসরে অন্তত: দু’বার |
ব্যবস্থাপনা পরিচালক |
৪ |
বৈদেশিক প্রশিক্ষণ |
পল্লী সঞ্চয় ব্যাংকের কাজে বিশেষ ভূমিকা রাখার পুরস্কার হিসেবে কর্মকর্তাদের বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা |
পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় ও শাখা কার্যালয় সমূহ |
বিনামূল্যে |
চলমান প্রক্রিয়া |
ব্যবস্থাপনা পরিচালক |
৫ |
শ্রেষ্ঠ কর্মকর্তা/কর্মচারী পুরস্কার |
পল্লী সঞ্চয় ব্যাংকের কাজে বিশেষ ভূমিকা রাখার পুরস্কার হিসেবে কর্মকর্তা/কর্মচারীদের স্থানীয় ও জাতীয় পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করা |
পল্লী সঞ্চয় ব্যাংক প্রধান কার্যালয় ও শাখা কার্যালয় সমূহ |
বিনামূল্যে |
বার্ষিক |
ব্যবস্থাপনা পরিচালক |
পাতা নং- ০৫
৫.আওতাধীন অধিদপ্তর/দপ্তর/সংস্থা কর্তৃক প্রদত্ত সেবাঃ
৫.১: আওতাধীন অফিস/শাখা থেকে প্রদত্ত সেবার বিস্তারিত বিবরণ এই ব্যাংকের ওয়েবসাইটে ( www.pallisanchaybank.gov.bd) প্রকাশ করা হয়েছে।
৫.২ : এই ব্যাংকের আওতাধীন শাখা সমূহের তালিকা, কর্মকর্তা কর্মচারীর তালিকা ও মোবাইল নাম্বার ওয়েবসাইটে দেয়া আছে।
৬. অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি( GRS) :
সেবা প্রাপ্তিতে অসন্তষ্ট হলে প্রত্যাশি নাগরিক /কর্মকর্তা/কর্মচারী নিম্নোক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করুন।
ক্রঃ নং |
দায়িত্ব প্রদান |
কর্মকর্তার নাম, পদবী ও ঠিকানসহ অন্যান্য তথ্যাদি |
১. |
অভিযোগ নিস্পত্তি ফোকালপয়েন্ট (মাঠ পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ ব্যর্থ হলে) |
কনক চন্দ্র অধিকারী, শাখা ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, তালা শাখা (৫৩০৬), তালা, সাতক্ষীরা। মোবাইল নং- ০১৯৩৮-৮৭৯২১১ অফিসিয়াল ০১৭২২- ২১১৭৫০ ব্যাক্তিগত। |
২. |
অভিযোগ নিস্পত্তি ফোকালপয়েন্ট |
প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার , তালা, সাতক্ষীরা। মোবাইল নং- ০১৭০৭-৮১৫১১৮ |